
নারায়ণগঞ্জ-০৪ আসনের আওতাধীন আলীরটেক ও গোগনগর ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ -০৪ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ শাহ আলম।
১৫ নভেম্বর (শনিবার) ফতুল্লায় তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় এই দুই ইউনিয়নের সহস্র নেতাকর্মীর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণে মত বিনিময়ে সভাটি অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্যে শাহআলম বলেন , আলীরটেক এবং গোগনগর এর পূর্বেও ফতুল্লার সাথেই ছিল। পুনরায় ফতুল্লার সাথে যুক্ত হওয়ায় তিনি আনন্দিত। তিনি আরো বলেন, বিএনপি সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী দল। যারাই এসব অপকর্মের সাথে যুক্ত হয়েছিল তো তাদের বহিষ্কার করেছে।
তিনি বলেন, দল যদি আমাকে সুযোগ দেয় আমি ফতুল্লাবাসীর সেবা করতে সর্বোচ্চ চেষ্টা করবো।
এ আসনের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে একটির পরিবর্তে সর্বোচ্চ তিনটি থানায় রূপান্তরের চেষ্টা করব।
আপনারা সবাই জানেন, জান্নাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আফিয়া জালাল মেডিকেল সেন্টারের মাধ্যমে আমরা পিছিয়ে পড়া মানুষের পাশে থাকি। আমার পরিবারে কেউ সন্ত্রাস চাঁদাবাজ নেই, আমার সমর্থকদের মধ্যে কেউ সন্ত্রাস চাঁদাবাজ নেই। আমি নিজেও এসবের বিরুদ্ধে। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে পুতুল আর এসব অভিশাপসমূহ আমি দূর করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
তিনি বলেন, যারা ক্লিন ইমেজের মানুষ বিএনপি তাদেরই মনোনয়ন দিবে। আমি বিশ্বাস করি এসব বিবেচনায় দল আমাকে মনোনয়ন দিবে।
এ সময় আলিরটেক, গোগনগর ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :