
ফতুল্লায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করছেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূঁইয়া
বিএনপির ৩১ দফা কর্মসূচিকে জনগণের মুক্তির রূপরেখা হিসেবে অভিহিত করেছেন নারায়ণগঞ্জ-০৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূঁইয়া।
ফতুল্লার কায়েমপুর ও তার আশেপাশের এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণকালে এই মন্তব্য করেন তিনি।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিএনপির ৩১ দফা শুধু প্রতিশ্রুতি নয়, এটি জনগণের মুক্তির পথনকশা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশের প্রতিটি নাগরিক তার মৌলিক অধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার ফিরে পাবে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দফাগুলোই হবে পরিবর্তনের ভিত্তি।
তিনি বলেন, বিগত ১৭ বছর অনেক হামলা মামলা নিপীড়নের শিকার হয়েছি।জুলাই বিপ্লবেও যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন হয়নি ততক্ষণ রাজপথ ছাড়িনি।এখনো আমরা রাজপথে আছি এবং আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।
তিনি বলেন, আমরা এখন ঘরে থাকতে পারি এটাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার কারণ বিগত দেড় দশক সে সুযোগ আমরা পাইনি। মনোনয়ন প্রশ্নে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করব। নিজেদের মধ্যে ঐক্য ধরে না রাখতে পারলে দল ক্ষতিগ্রস্ত হবে।
এ সময় ফতুল্লা থানা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :