সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ বছরের এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৮ অক্টোবর) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর আলম জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাদ্রাসার ওই ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন শিক্ষক মো. সাইফুল ইসলাম (২৭)। ঘটনার পর ছাত্রটি বিষয়টি মাদ্রাসার প্রিন্সিপাল মিজানুর রহমানকে জানালে, তিনি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয় দেখান বলে অভিযোগ পাওয়া গেছে।