গিয়াসউদ্দিনকে মনোনয়নের দাবিতে পলাশ আলমগীরের নেতৃত্বে গণমিছিল


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৯:১৭ অপরাহ্ন / ১০০০
গিয়াসউদ্দিনকে মনোনয়নের দাবিতে পলাশ আলমগীরের নেতৃত্বে গণমিছিল

নারায়ণগঞ্জ-০৪ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিনকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃত্বে এক বিশাল গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর (শুক্রবার) ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে ফতুল্লার পঞ্চবটি বনানী সিনেমা হল প্রাঙ্গনে বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়। অতঃপর হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে গিয়াসউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে রাজপথ স্লোগানে প্রকম্পিত করে পোষ্টঅফিস অফিস পর্যন্ত গনমিছিল হয়।
গনমিছিল শেষে প্রধান অতীথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা বলেন, দীর্ঘ সময় আমরা যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই গিয়াসউদ্দিনকেই আমরা এই আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতিকে দেখতে চাই ।
সভাপতির বক্তব্যে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ বলেন, দলের দুঃসময়ে আমরা যখন কারাবরণ করেছিলাম তখন বর্তমান মনোনয়ন প্রত্যাশী শাহআলম আমি তার নিজ ওয়ার্ডের হওয়া সত্ত্বেও সে আমার কোন খোঁজ খবর নেয়নি। তাহলে বোঝাই যাচ্ছে দলের দুঃসময়ে তার সাথে নেতাকর্মীদের সম্পর্ক কি ছিল। অন্যদিকে আমরা গিয়াসউদ্দিনের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা পালন করেছি। সে আমাদের প্রত্যেককে সন্তানের চোখে দেখে।নারায়ণগঞ্জ-০৪ আসনের মতো গুরুত্বপূর্ণ আসনে গিয়াসউদ্দিনের বিকল্প কোন প্রার্থী নেই। আমাদের জোরালো দাবি যোগ্যতার বিচারে গিয়াসউদ্দিনকে এই আসনে মনোনয়ন দেওয়া হোক।
সঞ্চালকের বক্তব্যে সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, দাবী মোদের একটাই, এ আসনে গিয়াসউদ্দিনকে এমপি হিসেবে দেখতে চাই। তার মতো ত্যাগী, সৎ, যোগ্য প্রার্থীকে মনোনয়ন বঞ্চিত করলে তৃণমূল নেতকর্মীরা ভীষণ মনঃকষ্ট পাবে। তাই হাইকমান্ডের কাছে আবেদন আপনারা গিয়াসউদ্দিনের জনপ্রিয়তা দেখে তাকে এ আসনে মনোনয়ন দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আক্তার খন্দকার, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল প্রমুখ।