খালি হাতে ফেরার দ্বারপ্রান্তে মনির কাসেমী


Saimoon Islam প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন / ১০০০
খালি হাতে ফেরার দ্বারপ্রান্তে মনির কাসেমী

নারায়ণগঞ্জ-০৪ আসনে সবচেয়ে আলোচিত প্রার্থীর নাম মনির হোসেন কাসেমী।

বিএনপির না হয়েও বিএনপি থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু তিনি।তবে সম্প্রতি বিভিন্ন কার্যক্রমে সমালোচিত হয়ে একেবারে কোনঠাসা হয়ে পড়েছে কাসেমী।
৮ ডিসেম্বর কাসেমীর নিজ দল জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তার বিতর্কিত মন্তব্য ও কর্মকান্ডের জন্য এ শোকজ করা হয়েছে। শঙ্কা জেগেছে বহিস্কার হওয়ার। মনোনয়ন ঘোষনার ঠিক আগ মুহূর্তে কাসেমীর শোকজ মনোনয়ন প্রাপ্তিতে তাকে যোযনদূরে নিয়ে গিয়েছে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকের।
শুধু তাই নয়,সম্প্রতি বিএনপির শরিকদলগুলো বিএনপিকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আসন সংখ্যা নিয়ে।সমাঝোতা না হলে শরিকদল গুলো বিএনপি জোট ছাড়ার হুশিয়ারি দিয়েছে। যদি তাই হয় তবে বিএনপি ৩০০ আসনেই তাদের দলীয় প্রার্থী ঘোষনা করবে।তখন কপাল পুড়বে কাসেমীর।
কারণ জমিয়তে উলামায়ে ইসলামের দলগতভাবে কোনো আসন জয়ের সম্ভাবনা একেবারেই ক্ষীন।
অপরদিকে কেউ কেউ বলছে মনির কাসেমি তার দল থেকেই বহিষ্কারের নাটক মঞ্চায়ন করে বিএনপির সদস্য পদ গ্রহন করে বিএনপি থেকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন নিতে পারেন।
তবে কাসেমী জদি জমিয়তে উলামায়ে থেকে বহিষ্কার হন তবে বিএনপি দলগত জোটে না গিয়ে ব্যাক্তি কাসেমীকে কখনোই মনোনয়ন দিবেনা বলে অভিমত রাজনৈতিক সংশ্লিষ্টদের।
অর্থাৎ মনির হোসেন কাসেমী রয়েছেন চতুর্মুখী চাপে।
এবার দেখার বিষয় বিএনপি অতি গুরুত্বপূর্ণ এ আসনে জোট থেকে নাকি নিজ দল থেকে কাউকে মনোনয়ন দেন।