
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, তিনি আমাদের অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ জেলা কমান্ড এর আহবায়ক মোহাম্মদ আলী।
বিজয় দিবস উপলক্ষে জেলা শিল্পকলায় জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরো বলেন,
মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করার জন্য জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি জেলা প্রশাসন এভাবেই সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও একজন মুক্তিযোদ্ধা ছিলেন,তিনিই আমাদের অনুপ্রেরণা। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন,আপনারা সবাই দোয়া করবেন তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আজকের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিবার ও প্রশাসনের সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :