
ফতুল্লার লামাপাড়ায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করায় ভুক্তভোগী ব্যবসায়ীকে নিখুঁতভাবে কুৎসিত অপপ্রচারের শিকার করা হয়েছে। অভিযোগকারী খোকন জানান, একই এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী সালেহ মোহাম্মদ বাবু ও তার মামাতো ভাই নুর আলমসহ তারা সহযোগীরা দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দিলে তারা আচমকা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তছনছ করে ভোগান্তি সৃষ্টি করে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী খোকন অভিযোগ করেন, থানায় মামলা ও অভিযোগ দাখিল করায় দুষ্কৃতিরা ক্ষিপ্ত হয়ে পুনরায় তার স্থানে হামলা চালায়। এরপর তারা বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ছাত্রজনতার পক্ষ হয়ে যখন অংশ নেই সেই সময়ের একটি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে সেই ছবি থেকে এডিট করে তার হাতে পিস্তল বসিয়ে ভুয়া ছবি সামাজিক মাধ্যমে এবং পত্রিকায় ছড়িয়ে অপপ্রচার শুরু করে—যা সম্পূর্ণভাবে ন্যক্কারজনক ও ন্যায্যতাহীন। তিনি বলেন, “এটি সর্ম্পকে আমি অত্যন্ত নিকৃষ্ট ও পরিকল্পিত ষড়যন্ত্র মনে করি।”
স্থানীয়রা বলেন, সালেহ মোহাম্মদ বাবু ও নুর আলম গ্যাং বছরের পর বছর একই এলাকার মানুষের জন্য আতঙ্কের কারণ। মাদকব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাইকর্ম—এসব অশুভ কর্মকাণ্ডে তাঁদের নাম জড়িত থাকার অভিযোগ রয়েছে। সরকার পতনের কিছুদিন নীরব থাকার পরও তারা আবার আগের মতো নিয়ন্ত্রণহীন কায়দায় অপকর্মে লিপ্ত হয়েছে বলে এলাকাবাসী দাবি করছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী দ্রুত ও কঠোর সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়ে বলেছেন — অভিযুক্তদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের দ্রুত অনুসন্ধান এই অপপ্রচারের প্রকৃত উৎস উন্মোচন এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনানুগ কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তারা প্রশাসনকে সতর্ক করে বলেছে, এলাকার মানুষ আর কখনও এই অস্থিরতা সহ্য করবে না।
আপনার মতামত লিখুন :