ফতুল্লায় তৎপরতা দেখাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ১২:২৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় তৎপরতা দেখাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

নারায়ণগঞ্জের ফতুল্লা যেন আবারও আওয়ামী তথা ছাত্রলীগের এক নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। দীর্ঘ প্রায় দেড় দশক ক্ষমতায় থেকে গোটা এলাকায় তাণ্ডব চালানোর পর আওয়ামী সরকারের পতনের সময় আত্মগোপনে চলে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। কিন্তু সম্প্রতি তারা আবারও মাঠে সক্রিয় হয়ে উঠেছে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই।

সূত্র মতে, গত এক মাসে ফতুল্লার ভূইগড়, স্টেডিয়াম, পঞ্চবটি, কাশিপুরসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মশাল মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। গোটা বছরজুড়ে যত মিছিল হয়নি, তার চেয়েও বেশি মিছিল হয়েছে শুধুমাত্র গত এক মাসে।

অভিযোগ উঠেছে, এসব মিছিল ও তৎপরতার পেছনে রয়েছে বিদেশ থেকে অর্থায়নের যোগসূত্র। জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অয়ন ওসমানের নির্দেশে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শুভ্রের মাধ্যমে বিদেশ থেকে অর্থ পাঠানো হচ্ছে, যা বাস্তবায়ন করছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন শুভ, মেহেদী হাসান সম্রাট, যুবলীগ নেতা পাপন সরকারসহ অন্যরা।

সূত্র আরও জানায়, আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই এসব মিছিল পরিচালিত হচ্ছে।

এদিকে, ছাত্রলীগের এসব তৎপরতা ঠেকাতে মাঠে রয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ফতুল্লায় কিছু মিছিল হতে দেখা গিয়েছে। আমরা যেকোনো অরাজকতা ঠেকাতে নেতাকর্মীদের কঠোরভাবে নির্দেশনা দিয়েছি।

ফতুল্লা থানা যুবদল নেতা রুবেল হোসেন বলেন, ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ভূইগড় থেকে আমরা ইতিমধ্যে ৫ জনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। ছাত্রলীগের যেকোনো নাশকতা ঠেকাতে ফতুল্লা থানা যুবদল মাঠে আছে এবং থাকবে।”

 

কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল বলেন, কাশিপুরে মিছিল হয়েছে শুনেছি। তবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। মাঝরাতে হঠাৎ করে তারা মিছিল করে আবার পালিয়ে যায়। তবে কোনো অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুত আছি।”

 

তবে ফতুল্লায় ছাত্রলীগের এসব তৎপরতা নিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে রাতের অন্ধকারে মিছিল, শ্লোগান ও উসকানিমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। তারা বলছেন,
ফতুল্লা বর্তমানে যেনো ক্ষমতাচ্যুতদের রাজনৈতিক পুনর্গঠনের পরীক্ষামঞ্চে পরিণত হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে ফতুল্লা এলাকায় আবারও সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের আশঙ্কা রয়েছে।