পূর্ব ইসদাইর এর রাজ্জাক বাহিনী কতৃর্ক দুই যুবককে অপহরণের প্রতিবাদে মানববন্ধন


Saimoon Islam প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ৭:৪২ অপরাহ্ন / ১০০০
পূর্ব ইসদাইর এর রাজ্জাক বাহিনী কতৃর্ক দুই যুবককে অপহরণের প্রতিবাদে মানববন্ধন

ফতুল্লার নতুন কোর্ট পূর্ব ইসদাইর রসুলবাগ এলাকার দুই যুবক মোবারক হোসেন ও নজরুল ইসলামকে অপহরণের অভিযোগে একই এলাকার রাজ্জাক ও তার বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

২১ ডিসেম্বর (রবিবার)দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে বলেন, রাজ্জাক ও তার কিশোরগ্যাং বাহিনী বহুদিন ধরেই এলাকায় মাদক ব্যবসা, ছিনতাইচক্র নিয়ন্ত্রণ সহ নানা অপকর্মে জড়িত। দুই মাস পূর্বে এই চিহ্নিত সন্ত্রাসী এলাকার মোবারক হোসেন ও নজরুল ইসলাম নামের ২ যুবককে পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে যায়। এই যুবকেরা জীবিত নাকি মৃত সেটা কেউ জানে না। পরিবারের দাবি জীবিত হোক কিংবা মৃত রাজ্জাক বাহিনী থেকে এই দুইজনের মুক্তি চায় স্থানীয় জনতা। এ বিষয়ে প্রশাসন তেমন তৎপরতা না দেখানোয় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয়ভাবে। মানববন্ধনের বক্তারা রাজ্জাক বাহিনী থেকে অপহরণের শিকার দুই যুবককে ফেরত সহ রাজ্জাক বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।