
ফতুল্লার নতুন কোর্ট পূর্ব ইসদাইর রসুলবাগ এলাকার দুই যুবক মোবারক হোসেন ও নজরুল ইসলামকে অপহরণের অভিযোগে একই এলাকার রাজ্জাক ও তার বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
২১ ডিসেম্বর (রবিবার)দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে বলেন, রাজ্জাক ও তার কিশোরগ্যাং বাহিনী বহুদিন ধরেই এলাকায় মাদক ব্যবসা, ছিনতাইচক্র নিয়ন্ত্রণ সহ নানা অপকর্মে জড়িত। দুই মাস পূর্বে এই চিহ্নিত সন্ত্রাসী এলাকার মোবারক হোসেন ও নজরুল ইসলাম নামের ২ যুবককে পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে যায়। এই যুবকেরা জীবিত নাকি মৃত সেটা কেউ জানে না। পরিবারের দাবি জীবিত হোক কিংবা মৃত রাজ্জাক বাহিনী থেকে এই দুইজনের মুক্তি চায় স্থানীয় জনতা। এ বিষয়ে প্রশাসন তেমন তৎপরতা না দেখানোয় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয়ভাবে। মানববন্ধনের বক্তারা রাজ্জাক বাহিনী থেকে অপহরণের শিকার দুই যুবককে ফেরত সহ রাজ্জাক বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :