
কাশীপুর ইউনিয়ন রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে আজ (সোমবার) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কাশীপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির প্রস্তাবের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন কাশীপুরের সাধারণ মানুষ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কাশীপুর রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব আরাফাত আলম জীতু। তিনি বলেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি মৃত প্রতিষ্ঠান। তারা যানজট, জলাবদ্ধতা নিয়ন্ত্রণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে চরম ব্যর্থতা দেখিয়েছে। আমরা যদি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হই, তবে এখানকার মানুষকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে, কিন্তু ন্যূনতম নাগরিক সেবা পাব না। কাশীপুরের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও পরিচয়, তাই আমরা চাই কাশীপুরকে একটি স্বতন্ত্র পৌরসভা করা হোক।”
কাশীপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালী বলেন, “কাশীপুরে প্রায় এক লক্ষ ভোটার রয়েছে। একটি পৌরসভা গঠনের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন, তা কাশীপুরে বিদ্যমান। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে সাধারণ মানুষের খরচ বাড়বে, কিন্তু সেবা পাবে না। তাই জনগণের দাবির প্রেক্ষিতে আমরা কাশীপুরকে স্বতন্ত্র পৌরসভা হিসেবে দেখতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশীপুর ৯নং ওয়ার্ডের মেম্বার ও কাশীপুর রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. খোকন সরদার, সদস্য সচিব মো. আরাফাত আলম জিতু, কমিটির অন্যতম সদস্য ও কাশীপুর নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ঢালী, মো. আমিরুল ইসলাম (কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা), মো. দেলোয়ার হোসেন (সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কাশীপুর ইউনিয়ন), ফরিদ আহম্মেদ, মো. সালাউদ্দিন আহমেদ, মো. আতাউর রহমান শামীম, ও সৈকত হাসান ইকবালসহ কাশীপুর রক্ষা সংগ্রাম কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :