না.গঞ্জে এইচ.এস.সি’র প্রথম দিনে অনুপস্থিত ৩৫৭জন পরীক্ষার্থী


thenewsexpress24 প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন / ১০০০
না.গঞ্জে এইচ.এস.সি’র প্রথম দিনে অনুপস্থিত ৩৫৭জন পরীক্ষার্থী

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

জেলার ২৬টি কেন্দ্রে মোট ২২ হাজার ৬৮ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন, যাদের মধ্যে ১০ হাজার ২৯৪ জন ছাত্র এবং ১১ হাজার ৭৭৪ জন ছাত্রী। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৩৫৭ জন পরীক্ষার্থী।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা) ফারাহ ফাতেহা তাকলিমা জানান, “নারায়ণগঞ্জে প্রথম দিনের পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলার ১৯টি কেন্দ্রে এইচএসসি এবং ৭টি কেন্দ্রে সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাকে ঘিরে প্রতিটি কেন্দ্রের আশেপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।