
কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ফতুল্লার ভুইঘর জনকল্যাণ স্কুল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাদবর বলেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। আজ তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেশের মানুষের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন।
তিনি আরও বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমরা আন্দোলন-সংগ্রামসহ সব ক্ষেত্রে ঐক্যবদ্ধ থেকে তার নির্দেশনা বাস্তবায়ন করবো।
আপনার মতামত লিখুন :