মনোনয়ন ঘোষণা না হওয়ায় ফতুল্লায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের জমজমাট প্রচারণা


Saimoon Islam প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ২:২৫ অপরাহ্ন / ১০০০
মনোনয়ন ঘোষণা না হওয়ায় ফতুল্লায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের জমজমাট প্রচারণা

নারায়ণগঞ্জ-০৪ আসনে বিএনপি এখনো মনোনয়ন ঘোষণা না করায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মনোনয়ন ঘোষনায় দেরি হওয়ায় এ আসনের আওতাধীন ইউনিয়নজুড়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে প্রতিটি সড়ক ও মোড়।

সরেজমিনে আলিরটেক, গোগনগর, কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর ও কাশিপুর ইউনিয়ন ঘুরে দেখা গেছে, এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পোস্টারের আধিক্য। প্রতিদিনই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, দোয়া মাহফিল ও গণসংযোগে কৌশলী উপস্থিতি নিশ্চিত করছেন তারা।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াসউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং সাবেক সাংসদ ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী। প্রতিটি ইউনিয়নের আনাচে–কানাচে তাদের পোস্টার ও ব্যানার শোভা পাচ্ছে।
নারায়ণগঞ্জের অন্যান্য আসনে বিএনপি ইতোমধ্যে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করলেও ০৪ আসনে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ কারণে সম্ভাব্য প্রার্থীরা শেষ সময়ে জোরালো প্রচারণা চালাচ্ছেন। যদিও দলীয় সূত্র বলছে জোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমীই এ আসনের সবচেয়ে শক্তিশালী আলোচনায় থাকা প্রার্থী।
বিএনপির স্থানীয় নেতারা মনে করছেন, মনোনয়ন ঘোষণা না হওয়ায় যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, তা এলাকার নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। সম্ভাব্য প্রার্থীদের সক্রিয়তায় পুরো এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। এখন নজর রয়েছে বিএনপির চূড়ান্ত ঘোষণার দিকে।