
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা
বার্ষিকী উপলক্ষে মশিউর রহমান রনির নির্দেশে ফতুল্লা থানা যুবদল নেতা রুবেল হোসেনের উদ্যোগে সপ্তাহব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচি শুরু হয়েছে।
এই কর্মসূচির প্রথম দিনে শনিবার শিবু মার্কেট এলাকায় ডেঙ্গুর লার্ভা ধ্বংসে ঔষধ স্প্রে কার্যক্রম পরিচালনা করেন রুবেল হোসেন। শিবু মার্কেট ও আশপাশের বিভিন্ন এলাকায় সম্ভাব্য ডেঙ্গুর লার্ভা থাকা স্থানগুলোতে তিনি নিজেই কর্মীদের সঙ্গে নিয়ে স্প্রে কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুবেল হোসেন বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। আমাদের দল সবসময় জনকল্যাণমূলক কাজে বিশ্বাসী। সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য দলের হাই কমান্ড আমাদের নির্দেশনা দিয়েছে। তাই আমরা সমাজের কল্যাণে বাস্তবধর্মী ও মানবিক উদ্যোগকে প্রাধান্য দিচ্ছি।”
তিনি আরও বলেন, “যুবদল শুধুমাত্র রাজনীতি করে না, মানুষের কল্যাণেও কাজ করে। আমাদের এ সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তদান ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম চলমান থাকবে। এই সমাজই আমাদের, তাই এর পরিচ্ছন্নতা, সেবা ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”
এ সময় যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা রুবেল হোসেনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
আপনার মতামত লিখুন :