দেশ রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট কাম্য নয়: হাসান আলী


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন / ১০০০
দেশ রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট কাম্য নয়: হাসান আলী

 

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী বলেছেন, দেশ রক্ষার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট বা অনুরূপ প্রক্রিয়া কাম্য নয়। তিনি এই মন্তব্য করেন দ্যা নিউজ এক্সপ্রেস-এর সম্পাদক সঙ্গে আলাপকালে।

হাসান আলী আরও বলেন, “দেশকে রক্ষার জন্য আমরা জীবন বাজি রেখে আন্দোলন করেছি। বর্তমানে দেশকে বাঁচাতে হলে যারা জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদে বিশ্বাসী তাদের সংহতভাবে কাজ করা প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে জিয়া পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”

তিনি উল্লেখ করেন, “জামায়াত ইসলামী অতীতে একেক সময় একেক দলের সঙ্গে ভিড় করেছে। তারা মূলত ‘দুধের মাছি’। বর্তমান দেশের যে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, তা থেকে উত্তরণের একমাত্র পথ হলো অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন। কারণ জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, তারাই দেশের কল্যাণে কাজ করবে।”

হাসান আলী দেশের চলমান সংকট ও অব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করে বলেন, “আজকের পরিস্থিতিতে জনগণের শক্তি ও সচেতনতা ছাড়া দেশের ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। তাই নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য হলো দেশের স্থায়ী উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষা করা।”

তিনি আরও যোগ করেন, “যারা সত্যিকারের দেশপ্রেমিক, তাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে দেশের মঙ্গল ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। আমরা চাই উন্নয়নমূলক প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক, তবে নির্বাচন হবে জনগণের ভোটের মাধ্যমে।”