বক্তাবলী ইউনিয়ন বিএনপির উদ্যোগ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।এ আয়োজনে অংশগ্রহণ করে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-০৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এড.বারী ভূঁইয়া বলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় সংক্রান্ত মামলাটি আমি নিজেই লড়েছি এবং জয়ী হয়েছি। অথচ তখন অনেকেই আওয়ামী লীগের ভয়ে বিএনপির কার্যালয়ের পক্ষে সাক্ষ্য দিতে এগিয়ে আসেননি। কিন্তু এখন তারাই নিজেদের বড় বড় নেতা দাবি করছেন। এ ধরনের দ্বিচারিতা বন্ধ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে।
তিনি আরো বলেন, সারা বাংলাদেশে কয়টি রাজনৈতিক দলের নিজস্ব অর্থায়নে দলীয় অফিস আছে, তা খুঁজে দেখলে খুব বেশি পাওয়া যাবে না। বক্তাবলী ইউনিয়ন বিএনপির এই অফিস একটি ঐতিহ্যের অংশ। এর জমি নিজেদের টাকায় ক্রয় করা হয়েছে।
তিনি বলেন, “তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন। বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকেও কখনো আপোষ করেননি। আমরা জিয়াউর রহমানের বিএনপি করি, খালেদা জিয়ার বিএনপি করি, তারেক রহমানের বিএনপি করি। আমরা কারো ব্যক্তিগত স্বার্থের বিএনপি করি না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা হাইব্রিড নেতা হয়েছেন তারা সাবধান হয়ে যান। সামনে একটি কঠিন নির্বাচন আসছে। এ নির্বাচনে টিকে থাকতে হলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিএনপিকে শক্তিশালী করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের কাছে যান, তাদের সুখ-দুঃখ ভাগ করে নিন। জনগণের আস্থার প্রতীক হয়ে উঠুন। যদি ভালো কাজ করেন তবে মানুষ বিএনপিকে ভালোভাবে মূল্যায়ন করবে, আর খারাপ কিছু করলে সেটির দায় পুরো দলের উপর বর্তাবে। বিএনপির বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। দলের স্বার্থে সবাই মিলেমিশে কাজ করুন।
তিনি বলেন,বিএনপি নির্বাচনের জয়ী হলে কি কি কাজ করবে জনগণের জন্য সেগুলো ৩১ দফায় ভালোভাবে বর্ণনা করা আছে। এই ৩১ দফা আপনারা সকলের নিকট পৌঁছে দিন এই প্রত্যাশা করি।
আপনার মতামত লিখুন :