এইচএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানি ও হাতপাখা বিতরণ


thenewsexpress24 প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ৯:২৪ অপরাহ্ন / ১০০০
এইচএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানি ও হাতপাখা বিতরণ

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের নিয়ে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও হাতপাখা বিতরণ করেছেন টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা।

রোববার (২৯ জুন) সরকারী তোলারাম কলেজ, সরকারী মহিলা কলেজ ও নারায়নগঞ্জ গালর্স স্কুল কেন্দ্রে এই পানি ও হাতপাখা বিতরণ করা হয়।

টিম খোরশেদের লিডার ও মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, পরীক্ষাথীদের অভিভাবকদের অনেকেই দূর দূরান্ত থেকে আসে। অনেক মেয়ে শিক্ষার্থী রয়েছে, তাদের নিয়ে আসেন অভিভাবকেরা। দীর্ঘসময় তাদের বাইরে বসে থাকতে হয় কষ্টে। তাই তাদের জন্য এই তীব্র গরমে আমরা একটু স্বস্তির ব্যাবস্থা করতে চেষ্টা করেছি।