ডেঙ্গু প্রতিরোধে সময়মতো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সিটি করপোরেশন দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আমলাপাড়ায় প্রভাতী সংসদ আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
কর্মসূচিতে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননক্ষেত্র ধ্বংসে রাসায়নিক কীটনাশক ছিটানো হয়।
তরিকুল সুজন বলেন, “ডেঙ্গু মশা নিধনে সিটি করপোরেশন সময়মতো যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। যার খেসারত দিচ্ছে নারায়ণগঞ্জবাসী। এখন ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী, হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। এমনকি বেসরকারি ক্লিনিকেও কোনো সিট খালি নেই। শিশু থেকে বৃদ্ধ- সব বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।”
তিনি আরও বলেন, “কেবল ফগার মেশিন ও কীটনাশক ব্যবহার করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল করে তুলতে হবে। বাড়ির আঙিনা, ভবনের মাঝের ড্রেন, পরিত্যক্ত জমি ও ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। এই জায়গাগুলিতেই ডেঙ্গু মশার প্রজনন বেশি হয়।”
তিনি আহ্বান জানান, “ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশন যেন আর এক মুহূর্তও দেরি না করে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারী সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্পাদক পপি রানী সরকার, ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন আলম, বরুণ মুখার্জি, সমাজসেবক ইমরান আহমেদ, আরিফুল হক জুম্মন, সাবেক ফুটবলার মন্টু সাহা, সাদ্দাম হোসেন রিগান, সুমন সাহা, কাজী লিটু প্রমুখ।
আপনার মতামত লিখুন :