
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে গতকাল বিকেলে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পতাকা। এই দফাগুলো শুধু রাজনৈতিক পরিবর্তনের বার্তা নয়, বরং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ শাসনব্যবস্থা ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “আজ দেশের প্রতিটি নাগরিক এই ৩১ দফার মধ্যে মুক্তি ও উন্নয়নের রূপরেখা খুঁজে পাচ্ছে। এটি হচ্ছে এমন এক আহ্বান, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, সত্য ও জনগণের কল্যাণের পথে এগিয়ে নেবে।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম ফতুল্লা থানা বিএনপির সিনিয় যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন, সহ- সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাদবর, কুতুবপুর ইউনিয় যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :